তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নওগাঁর সাপাহারে “মুক্তিযুদ্ধের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর জব্বার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের বক্তব্য সকলকে আভিভূত করে। পরে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেন ইউএনও।