Portugal job
আপনি আসার সময় অবশ্যই আপনার ই- পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন। E- passport জার্মানি ছাড়া কোথাও রিনিউ করা যায় না। আর পর্তুগালে পাসপোর্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।
যেসব দালাল বলবে পাসপোর্ট ছাড়াও আপনি সব কিছু করতে পারবেন, সে আপনাকে বিপদ এ ফেলবে। এখানে আপনি যে অফিসে, যে কোনো বিষয়েই কথা বলতে যাবেন না কেন, ওরা প্রথমেই আপনার পাসপোর্ট দেখতে চাইবে। নাহলে আপনার সাথে ওরা তেমন কথাই বলবে না।
MRP পাসপোর্ট রিনিউ করা যায়। কিন্তু, সেটা অবশ্যই সেফ এন্ট্রির আগে আপনাকে বাংলাদেশ এম্বেসী, লিসবন এ গিয়ে বলতে হবে। তাহলেই জিডি এর কপি ছাড়াই আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। সেফ এন্ট্রি করে যদি পাসপোর্ট হারিয়ে গেছে বলেন, তাহলেই জিডি এর কপি লাগবে যেটা পুলিশ স্টেশন এ গিয়ে নিতে হবে। আর এখন পুলিশ স্টেশন এ গিয়ে লস্ট পাসপোর্ট এর রিপোর্ট চাইলেই ওরা আপনাকে কান্ট্রি আউট লেটার দিয়ে দিবে।
আর পর্তুগাল এ আসার পরে NIF, NISS এইগুলা বের করার জন্য এডভোকেট এর কাছে যাবেন।
দালালদের মাধ্যমে এই ডকুমেন্টসগুলা যদি বের করেন, আর তাতে যদি দায়িত্বরত অফিসারের সিল, স্বাক্ষর না থাকে তাহলে পরবর্তীতে আপনি মহা সমস্যার মধ্যে পরবেন।