1. malinde@b.roofvent.xyz : jovita1064 :
  2. dpnews24bd@gmail.com : Robiul Islam :
গোলাপগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাই‌কেল আ‌রোহী‌ নিহত - S Bangla News
January 31, 2023, 6:55 am

গোলাপগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাই‌কেল আ‌রোহী‌ নিহত

  • প্রকাশের সময় Monday, December 26, 2022
  • 69 আপনার এলাকায় যেকোন ঘটে যাওয়া ঘটনা গুলো আমাদের জানাতে যোগাযোগ করুন। dpnews24bd@gmail.com

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের চাপায় জবদুল নামে এক মোটরসাই‌কেল আ‌রোহী‌ ঘটনাস্থ‌লে নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট- জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এদুর্ঘটনা ঘটে। সে কুচাই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক সিলেটগামী মোটরসাইকেলকে (সিলেট-হ-১১-৯৮৬২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।

 

দূর্ঘটনায় মোটরসাই‌কেল আ‌রোহী‌ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

 

এই ধরনের অন্যান্য সংবাদ সমূহ


© All rights reserved © 2022 sbanglanews.com

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় ROBIUL