নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের চাপায় জবদুল নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট- জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে এদুর্ঘটনা ঘটে। সে কুচাই এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক সিলেটগামী মোটরসাইকেলকে (সিলেট-হ-১১-৯৮৬২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।
দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।