তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি :
শীতে কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ। নওগাঁয় কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে চলছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছেন নওগাঁবাসী।গতকাল দেশের সর্ব নিম্এন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই জেলায়। শিতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঘুন কুয়াশায় ঢেকে আছে চারদিকে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।