1. malinde@b.roofvent.xyz : jovita1064 :
  2. dpnews24bd@gmail.com : Robiul Islam :
নওগাঁয় বিএনপির ১০দফা ব্যাস্তবায়ন ও নেতা কর্মীদের মুক্তির দাবীতে গণ মিছিল - S Bangla News
January 30, 2023, 3:13 pm

নওগাঁয় বিএনপির ১০দফা ব্যাস্তবায়ন ও নেতা কর্মীদের মুক্তির দাবীতে গণ মিছিল

  • প্রকাশের সময় Saturday, December 24, 2022
  • 75 আপনার এলাকায় যেকোন ঘটে যাওয়া ঘটনা গুলো আমাদের জানাতে যোগাযোগ করুন। dpnews24bd@gmail.com

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:

কর্ত্বতৃবাদী আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফা ব্যাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদ জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল নেত্রী বৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

 

শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে গণ মিছিল বের করে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে মুখরিত করে সমাবেশ করেন ।

 

গণ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা বিএনপির আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম, মামুনুর রহমান রিপন, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক, শফিউল আজম রানা, বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ, মহিলা দলের সভাপতি সিমা চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রপ্ত সভাপতি দেওয়ান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ছাত্র দলের সভাপতি রুবেল হোসেনসহ অঙ্গ সংগঠণের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই ধরনের অন্যান্য সংবাদ সমূহ


© All rights reserved © 2022 sbanglanews.com

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় ROBIUL