তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় র্যাব-৫ রাত পৌনে ১টায় ১৫১ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইলসহ সফিকুল ইসলাম(৫০), এবং সবুজ হোসেনকে(৩২) হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এর নেতৃত্বে ২১ ডিসেম্বর ২০২২ ইং মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় নওগাঁ জেলায় ধামইরহাট থানার চকরহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে, ১৫১ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইলসহ নওগাঁর ধামইরহাট থানার উত্তর চক রহমত বাদদিঘি গ্রামের মো. নজিবর ইসলামের ছেলে সফিকুল ইসলাম, এবং মো. সফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজশে অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলায় ধামইরহাট থানায় “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুসারে মামলা দায়ের করা রয়েছে।