সুুন্দরগঞ্জ, গাইবান্ধা, প্রতিনিধিঃ
গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলায় জমি দখলের চেষ্টায় বাঁধা প্রদানে বাবা মেয়েসহ আহত ৫ জন। উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে মৃত আছিম উদ্দিনের পুত্র দছিজল হকের জমি তাহার ভাগিশরীক আব্দুল জলিল (পিচাস) গত সোমবার দুপুর একটার দিকে তার ভারাটিয়া লোকজন দিয়ে জমি দখলের চেষ্টা করলে দছিজল বাঁধা প্রদান করলে দছিজল হক ও তার মেয়ে লাকি বেগম, বিজলী বেগম মেয়ের জামাই আনিছুর হক ও পুত্রবধু মোছাঃ ফাতেমা বেগম আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। দছিজল এবিষয়ে আব্দুল জলিল পিচাস , নুর ইসলাম জাহাঙ্গীর আলম সহ ২০জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন।
এবিষয়ে দছিজল বলেন, আমার পৈত্রিক সূত্রে আমি ও আমার মেয়েরা এই জমি চাষাবাদ করে আসতেছি।
আমার পৈত্রিক সম্পতির ভাগিশরীক দাবি করে বার বার আব্দুল জলিল (পিচাস) ও তার ভারাটিয়া লোকজন দের নিয়ে জমি দখলের চেষ্টা চালায়।
এবিষয়ে আদালতে জমির মামলা চলমান আছে। তারা আদালতের আদেশ অমান্য করে আমাদের মারপিট ও জখম করে দেয়। স্থানীয়রা জানান, দির্ঘদিন থেকে এই জমি নিয়ে দছিজল ও জলিলের মাঝে বিরোধ চলে আসতেছিলো এই নিয়ে কয়েকটি মামলা এখনো চলোমান অবস্থায় আছে।
মামলা চলোমান অবস্থায় জমি দখলের চেষ্টায় বাঁধা দিলে দছিজল ও তার মেয়েসহ ৫জন আহত হয় আমরা তাদের হাসপাতালে ভর্তি করি।
এই বিষয়ে সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, জমি নিয়ে মারামারির ঘটনা থানায় একটি অভিযোগ করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
নিউজটি শেয়ার করুন।