সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ যৌথভাবে পেয়েছে চীন ও বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান। এতে সরকারের মোট খরচ এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা ধরা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন মিলেছে। আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেছেন, সভায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-০৩ তিন প্যাকেজের লট নং ডিএস-০৬ নির্মাণ কাজ যৌথভাবে পেয়েছে চীনের সিএইচএসআইইটিসি, এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে মোট এক হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা খরচ হবে।
তিনি জানিয়েছেন, সভায় সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের ডব্লিউপি-১০ প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২১১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮৫৩ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া প্রকল্পের ডব্লিউপি-১১ প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৭৭৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব আর প্রকল্পের ডব্লিউপি-১২ প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২২০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে।