নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৬ ডিসেম্বর উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার এলাকায় শাহিন খলিফা, রাজু খলিফা, আশরাফ খলিফা, কাউসার খলিফা , বোরহান খলিফা, রিয়াজুল খলিফা, শহীদ খালিফা, সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার দেওড়া বাজার এর মধ্যে মোঃ মাহবুব মাতুব্বরের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
এতে মারাত্মক জখম হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয় ভাংগা থানা একটি অভিযোগ দায়ে করে। এবিষয় লুৎফার মাতুব্বর বলেন, ওরা মাদক ব্যবসীয় এবং বিকাশ অলকাম পাঠি ওঁদের নামে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।ওদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করায় আমার ভাই উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
মারাত্মক জখম হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর মাথায় ১১ টি শিলাই লাগে। এ-র ছারা শরিলের বিভিন্ন স্থানে গুরুতর আগাতের চিহ্ন রয়েছে। এবং কি আমার ভাই সহ গুটা পরিবারকে হত্যার হুমকি দেয় তাঁরা। ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান , দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।