স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ।
ঝিনাইদহ সদর থানার সামনে আনুমানিক রাত ৮:১০ মিনিটে রাস্তা পারাপারের সময় বেপরোয়া মটরসাইকেলের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় শাহজাহান (৫০) নামে এক ব্যবসায়ী। দুর্ঘটনার পর স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান এরপর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে মটরসাইকেলটি আসছিল তৎসময় শাহজাহান নামের লোকটি রাস্তা পার হচ্ছিল এমতাবস্থায় মটরসাইকেলটি গতিরোধ করতে না পেরে শাহজাহান কে ধাক্কা দেয়।
শাহজাহান ছিটকে রাস্তার উপর আছড়ে পড়ার ফলে মাথায় আঘাত প্রাপ্ত হয়। শাহজাহান ব্যবসায়ীক সুএে ঝিনাইদহে মাছের আঁশ কিনতে এসেছিল, শাহজাহানের বাড়ী ঢাকা মানিকগঞ্জ বলে তার সাথে থাকা সহপাঠীর মাধ্যমে জানা যায়। বেপরোয়া মটরসাইকেল চালক একটি মটর গ্যারেজে কাজ করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।