তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:
৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে নওগাঁয় আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখা’র সভাপতি এ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন।
পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সভাপতি এ্যাড. সরদার সালাহ উদ্দিন মিন্টু এবং সাধারন সম্পাদক রোটারিয়ান চন্দন দেব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার অঙ্গিকার ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।