নিজস্ব প্রতিনিধি:
ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দাতা-ও প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরগী, ধর্মপাশা সানাতন সমাজের গুনী অভিভাবক প্রয়াত পীযুষ কান্তি চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী স্বরনে ধর্মপাশ বৈদিক সনাতন সামাজিক সংগঠনের কাযার্লয়ে প্রার্থনাও স্মরণ সভা অনুষ্টিত হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ীর সনাতন ও রাধাগোবিন্দ মন্দিরের উপদেষ্টা বাবু অরুন কান্তি চৌধুরী। উক্ত সভায় সভাপতত্ব করেন বাবু দুলাল চন্দ সরকার, সভাপতি ও পরিচালনা করেন অসিম চন্দ্র শীল, সাধারণ সম্পাদক বৈদিক সনাতন সামাজিক সংগঠন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পূজা উযযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু যতীন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বাবু দেবাশীষ চৌধুরী (মিঠু) বৈদিক সংগঠনের উপদেষ্টা বাবু রতিলাল সরকার, সহ-সভাপতি অজয় চন্দ্র সিংহ সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, কোষাধ্যক রজত সরকার ও প্রমুখ।
এ সময় প্রয়াত পীযুষ কান্তি চৌধুরীর আত্বার চিরশান্তি কামনায় তাহার সুযোগ্য পুত্র দেবাশীষ চৌধুরী (মিঠু) গৌড়ীয় ভক্তদের মাঝে শ্রীমদ ভগবত গীতা ও গরিব অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেন।