গিয়াসউদ্দিন, চরফ্যাশনঃ
ভোলা চরফ্যাশন আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী ৫০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরফ্যাশন উপজেলার শাখার উদ্যোগে আজ মোঙ্গলবার বিকাল ৫ টায় চরফ্যাসন টিভি স্কুল মাঠে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,বিশেষ অতিথি মানিকগঞ্জ – ১ সংসদ সদস্য মমতাজ বেগম এমপি, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,চরফ্যাসন পৌরসভার মেয়র এম মোরশেদ ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল – ইমরান’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক, পৌর ইউনিটের আহবায়ক,সদস্য সচিব সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।